আজ রাজশাহীর প্রবীন সাংবাদিক আবুল হোসেন মালেকের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী
- আপডেট সময় : ১২:০৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৯ বার পড়া হয়েছে
আজ রাজশাহীর প্রবীন সাংবাদিক, দৈনিক সোনারদেশ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সাবেক সম্পাদক মরহুম আবুল হোসেন মালেকের ষষ্ঠ তম মৃত্যু বার্ষিকী।
আবুল হোসেন মালেক রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক বার্তা পত্রিকায় সাংবাদিকতা শুরু করেছিলেন। পরে তিনি সংবাদ সংস্থা এনা, দৈনিক সংবাদ, দৈনিক আজাদ, দৈনিক জনপদ, বাংলাদেশ অবজারভার, দৈনিক বার্তা, বাংলাদেশ টেলিভিশন, সাপ্তাহিক রাজশাহী বার্তা, দৈনিক ইত্তেফাকে কাজ করেছেন।
পরবর্তীতে তিনি রাজশাহী থেকে সাপ্তাহিক সোনার দেশ পত্রিকা প্রকাশ করেন। সাপ্তাহিক থেকে দৈনিক হওয়ার পরও তিনি পত্রিকাটির সঙ্গে ছিলেন। সর্বশেষ তিনি নাটোর থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকা সম্পাদনা করছিলেন।
তিনি রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি, রাজশাহী সিটি প্রেসক্লাবের প্রতিষ্ঠা সভাপতি ছিলেন । কর্মজীবনে তিনি বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের জনসংযোগ কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন।
উল্লেখ, রাজশাহীর প্রবীন সাংবাদিক আবুল হোসেন মালেক ২০১৭ ইং সালের ২৯ অক্টোবর রাত পৌনে ৯টার সময় ঢাকার উত্তরা ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।