সংবাদ শিরোনাম ::
আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত খন্দকার মাহবুব
দেশের আওয়াজ ডেস্কঃ
- আপডেট সময় : ০৩:১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
রাজধানীর আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে প্রখ্যাত ফৌজদারি আইন বিশেষজ্ঞ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনকে।
সোমবার (২ জানুয়ারি) বিকেলে তাকে পারিবারিকভাবে দাফন করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা পোস্টকে জানান, বাদ জোহর খিলগাঁও চৌধুরীপাড়া মাটির মসজিদে সর্বশেষ খন্দকার মাহবুব হোসেনের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর রাত ১১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খন্দকার মাহবুব হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
তার ফুসফুসে হঠাৎ পানি আসায় গত ২৬ ডিসেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ওইদিন রাতে ভেন্টিলেশন সাপোর্টে নেওয়া হয়।