আখেরি মোনাজাতে শেষ হলো চরমোনাইর মাহফিল

- আপডেট সময় : ১০:১৯:৩০ অপরাহ্ন, শনিবার, ২ মার্চ ২০২৪ ১১৬ বার পড়া হয়েছে
আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে বরিশাল সদর উপজেলার চরমোনাইতে পীরের দরবার শরিফে তিনদিনব্যাপী ফাল্গুন মাসের মাহফিল।
শনিবার (২) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে ২০ মিনিটে মোনাজাত পরিচালনা করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন ও সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা এবং সমগ্র মুসলিম উম্মার শান্তি কামনা করেন। মুসলিম নিধনকারী দখলদার ইসরাইলের ধ্বংস কামনা করা হয় মোনাজাতে।
পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, মানুষ আল্লাহকে ভুলে গিযে অহরহ পাপ করছে। একজন পাপী মানুষ মাফ না চাওয়া পর্যন্ত নিজেকে পশুর মতো মনে করতে হবে। তাই আল্লাহকে ভয় অর্জনের মাধ্যমে আমাদের কবরে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। যার মনে আল্লাহর ভয় নেই, সেই মানুষের কাছে মুফতি-পীরের কোনো মূল্য নেই।
তিনদিনব্যাপী মাহফিলের শেষ দিন চরমোনাই পীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এ সময় তিনি তার মুরিদদের সঠিক পথে পরিচালিত হবার বিভিন্ন পরামর্শ প্রদান করেন। অতঃপর তিনি তাওবা করিয়ে গুনাহ থেকে বেঁচে থাকার শপথ করান।