আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার হলেন শ্রেয়াস আইয়্যার
- আপডেট সময় : ০৫:০৫:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ৮ বার পড়া হয়েছে
ইতিহাস গড়ে শ্রেয়াস আইয়্যারকে দলে ভেড়াল পাঞ্জাব কিংস। গতবারের নিলামে সবথেকে বেশি দামী ক্রিকেটার হওয়ার রেকর্ড গড়েছিলেন মিচেল স্টার্ক। ২৪ কোটি ৭৫ লাখ রূপিতে তাকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। সেই রেকর্ড আজ ভেঙেছেন শ্রেয়াস আইয়ার। গতবার শ্রেয়াসের অধীনেই শিরোপা জিতে কলকাতা। তবে এবার আর তাকে ধরে রাখেনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
আজকের মেগা নিলামে শ্রেয়াসকে দলে পেতে নিলাম যুদ্ধে নেমেছিল কয়েকটি দল। এ যুদ্ধে ছিল কলকাতাও। আর তাতে চড়তে থাকে তার দাম। শেষ পর্যন্ত এ যুদ্ধে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে প্রীতি জিনতার পাঞ্জাব।
আইপিএল-২০২১ এর প্রথমার্ধে পিঠের চোটের কারণে খেলা হয়নি শ্রেয়াসের। সেই সময় দিল্লি নেতৃত্বের দায়িত্ব তুলে দেয় ঋষভ পন্থের হাতে। শ্রেয়াস সুস্থ হয়ে আইপিএলের দ্বিতীয়ার্ধে দিল্লি টিমে ফিরলেও তাঁকে আর নেতৃত্ব ফিরিয়ে দেয়নি দল। এরপর মৌসুম শেষ হতেই কেকেআরে চলে যান শ্রেয়াস।
৭ বছর দিল্লিতে খেলার পর ২০২২ সালের আইপিএলের আগে নিলামে তাঁকে ১২.২৫ কোটিতে কেনে কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ক্যাপ্টেন বানায় নাইটরা। সে বার কেকেআর ৭ নম্বরে মৌসুম শেষ করে। শ্রেয়াস করেন ৪০১ রান। দলের হয়ে সেই মৌসুমে সর্বাধিক রান করেন শ্রেয়স। এরপর ২০২৩ সালের আইপিএলে আবার চোটের কারণে খেলা হয়নি তাঁর। সেই মৌসুমে নাইট টিমকে নেতৃত্ব দেন নীতীশ রানা।
২০২৪ সালের আইপিএলের আগে চোট সারিয়ে আবার কলকাতার অধিনায়ক হয়ে ফেরেন শ্রেয়াস। আইপিএলের আগে বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েন মিডল অর্ডারের তারকা ক্রিকেটার। যার ফলে গত মৌসুমে আইপিএল তাঁর কাছে একদিকে ছিল নিজেকে প্লেয়ার ও অপরদিকে অধিনায়ক হিসেবে প্রমাণ করার মঞ্চ। তাঁর নেতৃত্বে কেকেআর ১৭তম আইপিএলে টেবল টপার হিসেবে শেষ করে গ্রুপ লিগ। ৯টি জয়, ৩টি হার ও ২টি ম্যাচ অমীমাংসিত হয় শ্রেয়াসের নেতৃত্বে। গৌতম গম্ভীরের মেন্টরশিপে এবং শ্রেয়সের নেতৃত্বে নাইটরা ১৭তম আইপিএলে বাজিমাত করে।
আইয়ার একমাত্র ক্যাপ্টেন যিনি দুটো আলাদা দলকে আইপিএল ফাইনালে তুলেছেন। দিল্লিকে ২০২০ সালে ও কেকেআরকে ২০২৪ সালে। তার মধ্যে গত আইপিএলে তাঁর ক্যাপ্টেন্সিতে কেকেআর আইপিএল জিতেছে। তা সত্ত্বেও নাইট শিবির কেন ছেড়েছেন শ্রেয়াস? রিটেনশন তালিকা প্রকাশিত হওয়ার কিছুদিন পর কলকাতা নাইট রাইডার্সের সিইও ভেঙ্কি মাইসোর জানান, আইপিএল রিটেনশন তালিকায় নাইটরা প্রথম প্লেয়ার হিসেবে শ্রেয়াসকে রাখতে চেয়েছিল। কিন্তু শ্রেয়াস চেয়েছিলেন নিলামে উঠে, নিজের দর বুঝতে। তাই কেকেআর ছাড়েন তিনি। ২০১৫ সাল থেকে এখনও অবধি ১১৬টি আইপিএল ম্যাচ খেলেছেন শ্রেয়াস। করেছেন ৩১২৭ রান। রয়েছে ২১টি হাফসেঞ্চুরি।