অর্থনৈতিক সংকট আছে, এটা চ্যালেঞ্জের ব্যাপার: কাদের
- আপডেট সময় : ০৬:৪৭:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ৯২ বার পড়া হয়েছে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে সৃষ্ট বৈশ্বিক সংকটে বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশও আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (৬ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, অর্থনৈতিক সংকট আছে, এটা আসলে চ্যালেঞ্জর ব্যাপার। কারণ, ইউক্রেন যুদ্ধ রাসায়নিক যুদ্ধ, অচিরেই চলে যাবে এই লক্ষণ নেই। এই যুদ্ধে পশ্চিমা দেশগুলোর বেশিরভাগেরই নিষেধাজ্ঞা এখনো চলছে। এর ফলে সারা বিশ্বে একটি সংকট এসেছে। দাম বেড়ে গেছে।
বাংলাদেশেও সংকট আছে উল্লেখ করে তিনি বলেন, সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখানে পরিস্থিতি সামাল দেওয়াই একটি চ্যালেঞ্জ। আমাদের জনগণ অনেক ধৈর্যশীল। সরকারের সদিচ্ছার প্রতি জনগণের আস্থা আছে। বিরোধী দল উস্কে দিলেও মানুষ তাতে অংশগ্রহণ করেনি। মানুষের জানমাল রক্ষায় সরকারের আন্তরিক প্রয়াসে জনগণের আস্থা আছে, তাই কোনো গণঅভ্যুত্থানের আশঙ্কা নেই।
সেতুমন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আছি জনস্বার্থে। জনগণের জান-মাল রক্ষার আমাদের একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমরা অবশ্যই পালন করব।