সংবাদ শিরোনাম ::
অবশেষে পদত্যাগ করলেন ডমিঙ্গো

ক্রীড়া ডেস্কঃ
- আপডেট সময় : ০৪:১২:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৮ ডিসেম্বর ২০২২ ১৫৬ বার পড়া হয়েছে
অবশেষে দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। গতকাল মঙ্গলবার ই-মেইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।
আজ বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস।
কয়েকদিন আগে জালাল ইউনুস জানিয়েছিলেন, বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেলে পরিবর্তন আসতে যাচ্ছে । তবে তিনি খোলাসা করে কিছু বলেননি। সেদিন অনেকে ধারণা করেছিল বাংলাদেশ ক্রিকেটে ডমিঙ্গো অধ্যায় শেষ হতে যাচ্ছে। আজ সকালে জানা গেল- ডমিঙ্গো সরে দাঁড়িয়েছেন।
সর্বশেষ এশিয়া কাপ থেকেই বিসিবির সঙ্গে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে।