ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ২৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

ক্রীড়া ডেস্কঃ
  • আপডেট সময় : ১০:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে

টানা ৬ ম্যাচে হারার পর অবশেষে জয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। আর শাকিব খানের দলের জন্য এবারের প্রথম জয়টি এসেছে এক দাপুটে প্রদর্শনীর মাধ্যমে।

এদিন ব্যাট হাতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম যে বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছে, তাতে তারা শুরুতেই ২৫৪ রানের বিশাল রেকর্ড স্কোর দাঁড় করায়। এর জবাবে রাজশাহী দলের ব্যাটসম্যানরা কোনোভাবেই প্রতিরোধ গড়তে পারেনি। তারা মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৪৯ রানের বিশাল ব্যবধানে প্রথম জয় পায় ঢাকা ক্যাপিটালস।

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হন। অধিনায়ক এনামুল হক বিজয়ও প্রথম বলেই শূন্য রানে আউট হন। এরপর একে একে দলটি হারায় সাব্বির হোসাইন (১১), ইয়াসির আলী রাব্বি (১৭), আকবর আলি (১), এসএম মেহেরব (৪), সোহাগ গাজী (০), সানজামুল ইসলাম (১১), তাসকিন আহমেদ (৯) এবং শফিউল ইসলাম (০)। মাত্র রায়ান বার্ল (৪৭) কিছুটা লড়াই করেছেন, ৩২ বলে ৯টি বাউন্ডারি দিয়ে এই ইনিংস সাজান তিনি।

আর ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ দুটি করে উইকেট নেন, আর মোস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। তানজিদ হাসান তামিম ১০৮ রান করে আউট হন, আর লিটন দাস ১২৫ রানে অপরাজিত থাকেন। তানজিদ তামিম এবং লিটন দাস গড়েন ২৪১ রানের জুটি, যা ছিল খুবই দুর্দান্ত একটি পারফরম্যান্স।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অবশেষে জয়ের দেখা পেল ঢাকা

আপডেট সময় : ১০:৫৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫

টানা ৬ ম্যাচে হারার পর অবশেষে জয়ের স্বাদ পেল ঢাকা ক্যাপিটালস। আর শাকিব খানের দলের জন্য এবারের প্রথম জয়টি এসেছে এক দাপুটে প্রদর্শনীর মাধ্যমে।

এদিন ব্যাট হাতে লিটন দাস এবং তানজিদ হাসান তামিম যে বিস্ফোরক ইনিংস উপহার দিয়েছে, তাতে তারা শুরুতেই ২৫৪ রানের বিশাল রেকর্ড স্কোর দাঁড় করায়। এর জবাবে রাজশাহী দলের ব্যাটসম্যানরা কোনোভাবেই প্রতিরোধ গড়তে পারেনি। তারা মাত্র ১০৫ রানে অলআউট হয়ে যায়। ফলে ১৪৯ রানের বিশাল ব্যবধানে প্রথম জয় পায় ঢাকা ক্যাপিটালস।

২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজশাহী। প্রথম ওভারেই মোহাম্মদ হারিস শূন্য রানে আউট হন। অধিনায়ক এনামুল হক বিজয়ও প্রথম বলেই শূন্য রানে আউট হন। এরপর একে একে দলটি হারায় সাব্বির হোসাইন (১১), ইয়াসির আলী রাব্বি (১৭), আকবর আলি (১), এসএম মেহেরব (৪), সোহাগ গাজী (০), সানজামুল ইসলাম (১১), তাসকিন আহমেদ (৯) এবং শফিউল ইসলাম (০)। মাত্র রায়ান বার্ল (৪৭) কিছুটা লড়াই করেছেন, ৩২ বলে ৯টি বাউন্ডারি দিয়ে এই ইনিংস সাজান তিনি।

আর ঢাকা ক্যাপিটালসের হয়ে আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, মোসাদ্দেক হোসেন এবং ফারমানুল্লাহ দুটি করে উইকেট নেন, আর মোস্তাফিজুর রহমান নেন একটি উইকেট।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। তানজিদ হাসান তামিম ১০৮ রান করে আউট হন, আর লিটন দাস ১২৫ রানে অপরাজিত থাকেন। তানজিদ তামিম এবং লিটন দাস গড়েন ২৪১ রানের জুটি, যা ছিল খুবই দুর্দান্ত একটি পারফরম্যান্স।